Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজে অভিভাবক সমাবেশ

নাজমুস সাকিব, ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজের বি.এড অনার্স কোর্সের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের গুণগতমান বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদেরকে ক্লাস এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতেই অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, কলেজের উপাধ্যক্ষ রেজাউল হক, সহযোগী অধ্যাপক ফাওজিয়া আমিন দীনা।

এসময় অভিভাবক ও বিভিন্ন সেশনের শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। 

 

 

Bootstrap Image Preview