Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত আজিজের লাশ সেনবাগে দাফন

জামশেদুল রাহমান, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


সৌদি আরবের রিয়াদে উটের বহরের ধাক্কায় নিহত হয়েছে মোঃ আবদুল আজিজ (৪৮) নামে বাংলাদেশি শ্রমিক।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের পূর্ব কালারাইতা গ্রামের খামার বাড়ীর মৃত আবদুল লতিফের পুত্র।

মারা যাওয়ার ১২দিন পর শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আবদুল আজিজের লাশ সৌদি এয়ারওয়েজযোগে ঢাকার শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে লাশ গ্রহণ করেন স্বজন আবদুর রহমান।  

এরপর লাশ শুক্রবার রাত ১১টায় বাড়িতে পৌছলে শুরু হয় শোকের মাতম। সে রিয়াদ এয়ারপোর্টে ট্যাক্সি চালাতেন। সে প্রায় ২৫ বছর ধরে প্রবাসে রয়েছেন। গত ২৭ জানুয়ারী রাত ১০ টার সময় আবদুল আজিজ আল খাবজী থেকে ট্যাক্সি নিয়ে রিয়াদে আসার পথে একটি উটের বহরে ধাক্কা খেয়ে মর্মান্তিকভাবে নিহত হন।  

দীর্ঘ ১২দিন পর লাশ দেশে আসার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন, স্থানীয় স্কুল শিক্ষক মোঃ জামাল হোসেন কচি। 

ম্রিত্তুকালে আজিজ ৮০ বছরের মাতা মনোয়ারা বেগম, স্ত্রী নাসিমা আক্তার, ২ পুত্র মাসুদ ও ফয়সাল ২ কন্যা আসমা ও সুমীকে রেখে যান। তার মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Bootstrap Image Preview