Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, আগষ্ট ২০১৯ | ৭ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার প্রবাসী রিপনের মৃত্যু

শহিদুল ইসলাম, বেনাপোল প্র‌তি‌নি‌ধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


এই শোক সইবার নয়, একইসাথে ঝরে গেল দুই তাজা প্রাণ। পরিবারের সুখের আশায় গত ৩০ জানুয়ারী পাড়ি দিয়েছিলো সাইপ্রাস প্রদেশে। একটি ভালো কোম্পানিতে কাজও জুটেছিলো তার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো পরিবারের সমস্ত আশা ভরসার একমাত্র অবলম্বন টুকুও। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো রিপন হোসেন (২৮)। 

রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে।

জানা যায়, শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিবারের ঘুম ভাঙলো তার মৃত্যুর সংবাদে। সাইপ্রাসের ল্যাবকুশা শহরে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার পরে সে ও তার সঙ্গী সাইফুলকে নিয়ে বাইরে গিয়েছিল বেড়াতে।এসময় রাস্তা দিয়ে চলার সময় পেছনের দিক থেকে একটি ঘাতক গাড়ি তাদেরকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইফুল মারা যায়। 

এমন হৃদয় বিদারক মৃত্যুর খবর দেশে পরিবারের কাছে পৌছালে পরিবারের আর্তনাদ আর আহাজারীতে এলাকা ভারী হয়ে ওঠে। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। মৃত্যুকালে রিপন হোসেন এক ছেলে, স্ত্রী ও পরিবারে মা বাবাসহ রেখে গেছেন অসংখ্য স্মৃতি।
 

Bootstrap Image Preview