Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৮৬৭ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ২

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জের সিংগাইর বিন্নাডাঙ্গী এলাকা থেকে ৮৬৭ বোতল ফেনসিডিল ও ১টি প্রাইভেট কারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ধল্লা বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে হেমায়েতপুর-সিংগাইর গামী পাকা রাস্তার উপর থেকে ৮৬৭ বোতল ফেনসিডিল ও ১টি প্রাইভেট কারসহ ২ জনকে গ্রেফতার করে র‌্যাব-৪।   

গ্রেপ্তারকৃতরা হল- মোঃ কবির আহমেদ (৪০) এবং মোঃ মিন্টু (৩৫)।  প্রাইভেট কার নম্বরঃ ঢাকা মেট্রো খ-১২-২৫৭২। 

জানা যায়, সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সীমান্তবর্তী জেলা চুয়াডাংগা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল হেমায়েতপুর-সিংগাইরগামী পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট পরিচালনা করে এবং এই মাদক চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।    

র‌্যাব -৪ নবীনগর ক্যাম্প এর মেজর আব্দুল হাকিম জানান, মাদক ব্যবাসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চুয়াডাংগা জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেনসিডিল আমদানি করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে।

তিনি আরো জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 

 

 

Bootstrap Image Preview