Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দামুড়হুদায় সাড়ে ৪৫ কেজি রুপার গহনাসহ আটক ১

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা থেকে ৪৫ কেজি ৫০০গ্রাম ভারতীয় রুপার গহনা ও ১ কেজি ইমিটেশনের গহনাসহ উজ্জল হাসানকে (৩৪) আটক করেছে বিজিবি।  

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে দর্শনা মিলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে এই রুপার গহনা ও ইমিটেশনের গহনাসহ আটক করা হয়। আটককৃত উজ্জল দর্শনা মিল পাড়ার আলম হাসনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হাসান সঙ্গীয় ফোর্সে নিয়ে আলম হাসানের ছেলে উজ্জল হাসানের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বসত বাড়িতে ২টি ব্যাগে রাখা ৪৫ কেজি ৫'শ গ্রাম (৩৯০০ ভরি) ভারতীয় রুপার গহনা ও ১ কেজি (৮৫ ভরি) ইমিটেশনের গহনাসহ উজ্জল হাসানকে আটক করা হয়।

আটককৃত রুপার গহনা ও ইমিটেশনের গহনার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৯৭ হাজার ২'শ টাকা। আটককৃত আসামিসহ রুপার গহনা ও ইমিটেশনের গহনা দামুড়হুদা মডেল থানায় জমা দেওয়া হয়েছে।

উল্লখ্য, এর ৪ দিন আগে মঙ্গলবার সকালে বিজিবি দর্শনার রুদ্রনগর ইটভাটার নিকট থেকে ১১ কজি ৮০০ গ্রাম (১,০১১ ভরি) ভারতীয় রুপার গহনাসহ একটি পালসার মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।  
 

Bootstrap Image Preview