Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতার পুস্তকমেলায় বঙ্গবন্ধুর বইগুলো বিগত বছরের সকল রেকর্ড ভাঙবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


‘কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলায়’ বাংলাদেশের প্যাভিলিয়ন জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী উপরে প্রকাশিত বইগুলো ব্যাপক সারা ফেলেছে। বই গুলো বিগত বছরের সকল রের্কড ছাড়িয়ে যবে বলে ধারনা করছেন বাংলাদেশ উপদূতাবাসের উপহাইকমিশনার তৌফিক হাসান।

কলকাতায় ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪৩তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় বাংলাদেশের ঐতিহাসিক রোজ গার্ডেনের আদলে তৈরি করা বাংলাদেশি প্যাভিলিয়নে এবার ৪১টি সংস্থা স্টল নিয়ে বসেছে। এই পুস্তক মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রবেশ করতেই হাতের বামে বাংলা একাডেমি, শিশু একাডেমি, জাতীয় যাদুঘর স্টলে বিক্রি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী উপরে বিভিন্ন সময় প্রকাশিত বইগুলো। এছাড়া বাংলাদেশ থেকে এই মেলাতে অংশ নেওয়া একাধিক প্রকাশনা গুলোতেও বিক্রি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর উপরে প্রকাশিত বিভিন্ন বই।

এই বিষয়ে মেলায় উপস্থিত কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের উপহাইকমিশনার তৌফিক হাসানের সাথে আলাপ হলে তিনি বললেন, কলকাতার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে সম্মানের সাথে স্মরণ করে এবং তাঁর বিষয়ে জানতে চায়। আর তারই প্রমাণ হচ্ছে এই ৪৩তম পুস্তক মেলা। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে আগের বছরগুলোতে সকল বাংলা বই বিক্রির রের্কড একাই ভেঙ্গে ফেলার পরে হাঁটছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী।

জাতীয় যাদুঘর স্টলে কথা হয় বাংলাদেশ জাতীয় যাদুঘরের এডুকেশন অফিসার সায়েদ শামাসুল কারিম জানান, এখন পর্যন্ত শুরু মাত্র বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান উপরে লেখা বই বেশি বিক্রি হচ্ছে।

পুস্তক মেলার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ( ডিএফপি) বাংলাদেশ প্যাভিলিয়নের ৩নং স্টল। এখানে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের উপরে তৈরি ৭টি সিডি বেশ ভালো বিক্রি হচ্ছে।

Bootstrap Image Preview