Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওবায়দুল কাদেরের লেখা গাঙচিলের শুটিং শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা 'গাঙচিল' উপন্যাস অবলম্বনে 'গাঙচিল' সিনেমার শুটিং শুরু হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় প্রথম ধাপে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুটিং চলবে আগামী ৮ দিন। ছবিটির গল্প তৈরি হয়েছে একটি চরে বসবাসরত মানুষদের জীবনব্যবস্থা নিয়ে।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করছেন।

এ ছাড়াও অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল সাংবাদিকদের বলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে আসা করেন তিনি।

Bootstrap Image Preview