Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাওয়া গেছে সুনামগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিচয়

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ-বিশ্বম্ভপুর সড়কে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে নিহত হওয়া সেই দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুরাদাবাদ গ্রামের সওদাগর মিয়ার ছেলে আছর উদ্দিন (৩০) ও একই জেলার একই উপজেলার পার্থশী গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মাইল হোসেন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ওই দুই শ্রমিক নিহত হওয়া ও ধারণ ক্ষমতার অতিরিক্ত লোহা জাতীয় নির্মাণ সামগ্রী বহনের মাধ্যমে বেইরি ব্রিজ (সেতু) ভাঙা এবং জন চলাচলে বিঘ্ন ঘটনার অভিযোগে ট্রাক চালক ও মালিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে, ট্রাক মালিক ও চালক সুমন মিয়াসহ (৩৮) অজ্ঞাত নামা আরো কয়েকজনকে। 
তিনি চাদঁপুর জেলার মতলব থানার ইসলামাবাদ গ্রামের জুলফিকার আলীর ছেলে। জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাক ঢাকা মেট্রো -ট -২০-৮৩০৪।

শুক্রবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর থানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর সুনামগঞ্জের পক্ষ থেকে ওই মামলাটি দায়ের করা হয়।

মামলা দায়ের ও নিহত শ্রমিকদের পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়টি জানান, বিশ্বম্ভপুর থানার এসআই আরিফুল ইসলাম। 
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পলাশগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ওইদিন চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তাহিরপুরের বিন্নাকুলিতে জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুর জন্য লোহাজাতীয় সামগ্রী নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটি তেরাকান্দা নদীর বেইলি সেতুতে ওঠামাত্র সেতুসহ ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

এসময় ট্রাকের কেবিনে থাকা চালকসহ অন্তত পাঁচ শ্রমিক দ্রত বের হয়ে পালিয়ে যায়। এদিকে উপরে ঘুমন্ত অবস্থায় থাকা অপর দুই শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বেলা দেড়টার দিকে এক শ্রমিকের আছির উদ্দিনের লাশ উদ্ধার করে। এরপর রাত সাড়ে ৮টার দিকে ট্রাকের ও সেতুর ষ্টিলের রেলিংএর সাথে মাথা থেতলানো অবস্থায় অপর শ্রমিক মাইল হোসেনের লাশ উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার এসআই আরিফুল ইসলাম শুক্রবার সন্ধায় জানান, নিহত দুই শ্রমিকের লাশ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার মানবাধিকার কর্মী মাহমুদুল হাসান মাহমুদ শুক্রবার নিজের এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেলেন, ওই দুর্ঘটনার জন্য যেমন ট্রাক চালক দায়ী তেমনি ঝুকিপূর্ণ বেইলি ব্রিজ জেনেও তাহিরপুরের জাদুকাটা সেতু নির্মাণকারী ঠিকাধারী প্রতিষ্ঠানের কতৃপক্ষও দায়ী। কারণ তারা জেনে শুনে সেতুটির ওপর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোহা জাতীয় নিমার্ণ সামগ্রী ট্রাকযোগে বহন করিয়ে এ ধরণের প্রাণহানী ও জন চলাচলের বিঘ্ন ঘটিয়েছেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ট্রাকটি উদ্ধার করা হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই সেতু মেরামত করা হয় নি। ফলে ধ্বংসে পড়া সেতুর পাশ দিয়ে শুধু মাত্র পায়ে হেটে চলাচলের ব্যবস্থা করা হয়েছে, যে কারণে ওই সড়কে চার চাকার যানবাহন কবে নাগাদ চলাচল করতে পারবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এদিকে বেইলি সেতু ধসে পড়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর, বিন্নাকুলি, লাউড়েরগড়, মিয়ারচর সড়কে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গত দু'দিন ধরেই জেলা শহরের সঙ্গে সবধরণের চার চাকার যানচলাচল বন্ধ রয়েছে বলে জানান সাধারণ যাত্রী ও স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা।
 

Bootstrap Image Preview