Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তঃজেলা ‘ডাকাত’ দলের পাঁচ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


পাবনায় আন্তঃজেলা ‘ডাকাত’ দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় অস্ত্র সরঞ্জামসহ একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন, আব্দুর রাজ্জাক, আরিফ, রিপন শেখ, কাওছার ও বাবু ইসলাম। তাদের সবার বাড়ি পাবনা সদর থানার বিভিন্ন এলাকায়।

সংবাদ সম্মেলনে গৌতম কুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। যদিও অভিযানকালে ডাকাত দলের সরদার ও মাইক্রোবাসের মালিক আমিরুল পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের নামে বগুড়ার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান গৌতম কুমার বিশ্বাস।

Bootstrap Image Preview