Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাখিল পরীক্ষার্থী ও তার স্বামীকে পিটিয়ে জখম, থানায় মামলা  

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর গলাচিপায় আসমা বেগম নামে এক দাখিল পরীক্ষার্থী ও তার স্বামী রাকিব হাওলাদারকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিমের হাওলা গ্রামের মোল্লা বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনায় আহত দু'জনকে স্থানীয়রা উদ্বার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত এবং স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকাপুর নুরানী সিনিয়র মাদরাসা কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে বোরাকে চড়ে বাড়ি ফিরছিল বড় চত্রা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আসমা বেগম ও স্বামী রাকিব। নিমের হাওলা গ্রামের মোল্লা বাড়ির সামনে পৌছালে রাসেল, শাহজালাল, নাজমুল তাদেরকে বোরাক থেকে জোর করে নামিয়ে ব্যাপক মারধর করে।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আখতার জানান, এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মারধরের কারণ এখনও জানা যায় নি। 
 

Bootstrap Image Preview