Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আদালতে চাকরির প্রলোভন দেখিয়ে ৭০ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের শরিষাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শাকিল আহম্মেদ (৩০) এবং জোসনা মিয়া (২৮)। এদের বাড়ী জামালপুরের শরিষাবাড়ী এলাকায়।

গোয়েন্দা পুলিশ জানায়, চাকরির প্রলোভনে এ চক্রটি ১১ জন যুবকের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়। এরা চাকরির ভুয়া সার্কুলার এবং ভুয়া নিয়োগপত্র দেয় ভুক্তভোগীদের।

এদের কাছ থেকে জেলা জজ আদালতের পোশাক, ভুয়া আইডি কার্ড, ভুয়া হাজিরা খাতাসহ প্রতারনার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় ডিবি অফিসে প্রতারিত যুবকদের আর্তনাদ করতে দেখা যায়।

Bootstrap Image Preview