Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কৃষক আবুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়া চম্পাপুরের কৃষক আবুল হোসেন হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার কয়েক'শ নারী-পুরুষ অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন, আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম, মামলার বাদী ও ভাই বাবুল হাওলাদার ও ছেলে মহিব্বুল্লাহ। 

মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা প্রকাশে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। মামলা তুলে নেয়ার জন্য পরিবারকে হুমকি দিচ্ছে খুনি এবং খুনের পরিকল্পনাকারীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ অক্টোবর গভীর রাতে পার্শ্ববর্তী আমতলী উপজেলায় সৌদি প্রবাসী বেয়াই নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে গিয়ে খুন হন কৃষক আবুল হোসেন হাওলাদার (৬০)। এ ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

Bootstrap Image Preview