Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১২ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview
প্রতীকী


বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক বাচ্চুকে মারধরের অভিযোগ উঠেছে।

দলীয় সিন্ধান্তের বাইরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করায় পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান তাকে মারধর করে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্যান্য প্রার্থীদের মতো উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদুল হক বাচ্চু ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার প্রচারণায় নেমেছেন।

এ দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। কিন্ত মাসুদুল হক বাচ্চু দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ায় তার উপর ক্ষুদ্ধ হয়ে ওঠে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

এ অবস্থায় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ রোডে দলীয় কার্যালয়ের সামনে মাসুদুল হক বাচ্চুকে মারধর করে স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ঘটনায় বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ নেতা বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান বলেন, আওয়ামী লীগ নেতা মাসুদুল হক বাচ্চুর সাথে আমার এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview