Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নকলের অভিযোগে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি দাখিল গণিত পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বাহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

বহিষ্কৃতরা শিক্ষকরা হলেন, সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক রেজাউল ইসলাম ও শামসুন্নাহার এবং জেলা সদরের বাড়িবাথান মাদরাসার শিক্ষক মাসুদুর রহমান, কানুহরপুর দাখিল মাদরাসার শিক্ষক আবু তালেব।

এ ছাড়াও জেলার ভূটিয়ারগাতী মাদ্রাসা, উত্তরকাস্ট সাগরা মাদরাসা, বাড়িবাথান মাদরাসা, ঘোড়শাল মাদরাসা, হাটগোপালপুর মাদরাসা, নুরনগর মাদরাসা, আড়মুখ মাদরাসা ও পঞ্চগ্রাম মাদরাসার ১৪ শিক্ষার্থী রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, পরীক্ষা পরিদর্শনকালে দেখা যায় সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রের বিভিন্ন কক্ষে অনিয়ম চলছে। কোথাও শিক্ষার্থীরা সেট কোড পরিবর্তন করে দিচ্ছে, কোন কোন কক্ষে একে অন্যের এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছে, কোথায় কক্ষ পরিবর্তণ করে পরীক্ষা দিচ্ছে। তাদের এ কাজে সহযোগিতা করছে কতিপয় শিক্ষক।

বিষয়টি তদন্ত করে জড়িত থাকার দায়ে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে না এবং শিক্ষকরাও দাখিল পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না বলে ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান।

Bootstrap Image Preview