Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে ব্যবসায়ী হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ী মুনসুর আলী দুলাল (৪৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা করে। গ্রেফতারককৃতরা হলো- উত্তর রাঙ্গামাটিয়ার মো. রফিকুল আলমের পুত্র মোঃ পারভেজ (২৬) ও উত্তর কাঞ্চনগরের অলি আহম্মদের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬)।

গত ৩ ফেব্রুয়ারি উপজেলার কাঞ্চন নগরের চেঙ্গরপুলের উত্তর-পূর্ব পাশ থেকে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার হাছি মিয়া টিলার মৃত গুড়া মিয়ার পুত্র ব্যবসায়ী মুনসুর আলী দুলালের (৪৫) হাত-পা, মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে কাঞ্চননগর শিল্পপাড়া সংলগ্ন তার নিজ ডেকোরেশনের দোকান থেকে ফেরার পথে এই ঘটনার শিকার হয় বলে জানান এলাকাবাসী। ওই সময় দুলালকে হত্যা করে তার মোটরসাইকেল ও ২ টি মোবাইল সেটও নিয়ে যায় হত্যাকারীররা।

ঘটনার দিন এ সংক্রান্তে মৃত দুলালের শ্যালক মো. নাছির উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফটিকছড়ি থানার মামলা নং-০২, তারিখ-০৩/০২/২০১৯ইং, ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই রিদুয়ানুল হক সিএমপি চট্টগ্রামের চাঁন্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর রাঙ্গামাটিয়ার মো. রফিকুল আলমের পুত্র মো.পারভেজ (২৬) ও উত্তর কাঞ্চনগরের অলি আহম্মদের পুত্র মোঃ হেলাল উদ্দিনকে (২৬) গ্রেফতার করা হয়।

পরবর্তীতে মো. পারভেজ এর স্বীকারোক্তি মতে বান্দরবন জেলার লামা থানা এলাকা হতে ঘটনার সময় নিয়ে যাওয়া মোটরসাইকেল এবং হেলাল উদ্দিনের হেফাজতে একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

ফটিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ বাবুল আকতার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে-তারা দুইজন তাদের সহযোগী আসামিদের সহ ঘটনার দিন ঘটনাস্থলের রাস্তার উপর অবস্থান নেয়। উক্ত স্থানে দুলাল মোটরসাইকেল যোগে আসলে তারা মোটরসাইকেল পিছন দিক থেকে টেনে ধরে মোটরসাইকেল থেকে নামায় এবং গাছের ডালের লাঠি দিয়ে দুলালের কপালে আঘাত করে।

পরে দুলালকে পাশের ফাঁকা জমিতে নিয়ে হাত-পা-মুখ বেঁধে ফেলে রাখে এবং তার শরীর তল্লাশী করে ১১ হাজার ৫ শত টাকা, মোটরসাইকেল ও দুইটি মোবাইল নিয়ে চলে যায় তারা।

গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি। 

Bootstrap Image Preview