Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জ থানার ওসি পেলেন আইজিপি পদক 

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview


ভালো কাজের জন্য ‘বি’ ক্যাটাগরিতে মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) র‌্যাংক ব্যাজ পদক পেলেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কৃতি সন্তান এবং গাজীপুরের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

বুধবার (৬ ফেব্রুয়ারী) রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে ‘পুলিশ সপ্তাহ- ২০১৯’ এর অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাকে এ ব্যাজ পরিয়ে দেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, আসলে রাষ্ট্রের জন্য সব সময় কাজ করি। আর সেই কাজের স্বীকৃতি পেলে সামনের কাজে গতি আরও সঞ্চার হয়।  

তিনি আরো বলেন, প্রতিবছর প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে 'আইজিপি'স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ' প্রদান করা হয়। ২০১৮ সালের জন্য পুলিশ সপ্তাহে ছয়টি বিশেষ ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি র‌্যাংক ব্যাজ দেয়া হচ্ছে পুলিশের ৫১১ জন কর্মকর্তা ও সদস্যদের। 

 

 

Bootstrap Image Preview