Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেম নিয়ে জয়শ্রী দাসের উপন্যাস ‘সে এবং দ্বিতীয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


জোছনা রাতে একদিন মাধবী নদীতে ঘুরতে ঘুরতে হঠাৎই মাঝ নদীতে রেনুর মনে হলো রেদোয়ান চৌধুরী পানির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে চিৎকার করে  উঠলো রেনু, জোছনার আলো মনে হলো, রেনু জোরে চিৎকার করে কাঁদছে, সকলে অবাকহয়ে জিজ্ঞেস করলো- রেনু কি হয়েছে? রেনু নিজেকে সামলে উত্তর দিলো, ‘একটা কবিতা ও তার সত্ত্বাকে মনে পড়লো যে’।

বয়স এমন একটা জিনিস যার নাম দেওয়া যায় সময়। সেই সময় পার করছে আনোয়ারুল হক, তিনি জোছনা রাতে শীতল বাতাসের ঘ্রাণ নিতে নিতেই রেনুকে জিজ্ঞেস করলো, ‘তা প্রফেসর সাহেব কি কখনো, অন্ধকারকে ভালো বলেছেন’।

 

প্রচ্ছদের এই অক্ষরগুলো আপনাকে পাতার গভীরে টানবে, মন জয় করবে জয়শ্রী দাসের এই উপন্যাস ‘সে এবং দ্বিতীয়’। এবার একটি অসম বয়সী মানুষের অনিবার্য প্রেম নিয়ে লিখেছেন তিনি। প্রকাশ করেছেন সিঁড়ি প্রকাশনী। প্রচ্ছদ একেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাবে আগামী ১৪ তারিখ থেকে, এবারের একুশে গ্রন্থমেলার ৫৯৭ নম্বর স্টলে।

এর আগে ২০১৮-এর বই মেলায় ছাপার অক্ষরে তার প্রথম উপন্যাস ‘একটি অন্যরকম গল্প’ প্রকাশিত হলে তা পাঠকদের মধ্যে সাড়া ফেলে।

লেখক জয়শ্রী দাস ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যের সকল অঙ্গনের প্রতি তার তীব্র অনুরাগ। ভালোবাসেন গান শুনতে ও বই পড়তে। প্রিয় ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জয়শ্রী দাস বর্তমানে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়াও তিনি মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নিয়োজিত।

Bootstrap Image Preview