Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ির কাগজপত্র যাচাইয়ের সময় বেড়িয়ে এল ৭০ বোতল ফেনসিডিল

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে গাড়ির কাগজপত্র যাচাইয়ের সময় ৭০ বোতল ফেনসিডিল ও একটি ১০০ সিসি বাজাজ মটরসাইাকেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার ঢাকা মোড় শাপলা চত্বর সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। সার্জেন্ট রাকিবুল ইসলামের নেতৃত্বে এএসআই হোসেনসহ একদল ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র যাচাই করার সময় ঐ দুই জনকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন, রংপুর কোতোয়ালী থানার পীরজাবাদ গ্রামের জাকির হোসেনের ছেলে এসএম সাদিকুর রহমান (৪৩), হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আজম খাঁন (২৬)।

সার্জেন্ট রাকিবুল ইসলাম জানান, দিনাজপুর-ঢাকা মহাসড়কে গাড়ির কাগজপত্র যাচাই করার সময় তাদেরকে সিগনাল দিলে তারা পালাবার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। সন্দেহজনকভাবে দুই জনের শরীর তল্লাশী চালিয়ে শরীরে সেটকরা ৭০ বোতল ফেনসিডিলসহ একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদেরকে ফেন্সিডিল ও মটরসাইকেলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview