Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোরে সাত উপজেলাতেই এসিল্যান্ডের দায়িত্বে ইউএনও

মোঃ আবু জাফর সিদ্দিকী, নাটোর জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


নাটোর জেলার সব কয়টি উপজেলাতেই সহকারী কমিশনার (ভূমি) পদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দায়িত্ব পালন করছেন । যার ফলে উপজেলা ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই সুযোগে উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীরা এখন ঢিলেঢালাভাবে দায়িত্ব পালন করছেন। এতে করে সেবা নিতে আসা জনসাধারণের বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

নাটোর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও সদর উপজেলায় বদলি জনিত কারণে এসিল্যান্ড পদটি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। নলডাঙ্গা উপজেলাতে এই পদে এখনও কোন সিভিল সার্ভিস ক্যাডারের পদায়ন হয়নি। লালপুরের এসিল্যান্ড সাদিয়া আফরিন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। অন্য দুই উপজেলা অর্থাৎ সিংড়া ও বাগাতিপাড়ার এসিল্যান্ড ৫ মাসের বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করার কারণে সেখানে ওই পদে ইউএনও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

বড়াইগ্রামের ইউএনও মোঃ আনোয়ার পারভেজ জানান, দীর্ঘ ৫ মাসের অধিক এসিল্যান্ড পদে কোন কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। গত জাতীয় নির্বাচনের সময় ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে হয়েছে। কাজের অতিরিক্ত চাপ থাকায় বাল্য বিয়ে প্রতিরোধ, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বা ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করাও অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে উঠে না। অপরদিকে কোন ছুটি ভোগ করার বিন্দু মাত্র সুযোগও পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এ জেলার সকল উপজেলাতেই কার্যত এসিল্যান্ড পদটি শূন্য রয়েছে স্বীকার করে তিনি বলেন, আমি কয়েক মাস ধরে এই জেলায় যোগদান করেছি। বিষয়গুলো আমার জানা রয়েছে। প্রশিক্ষণ ও মাতৃত্বকালীন ছুটি শেষে সংশ্লিষ্ট তিনজন যোগদান করবেন। এক্ষেত্রে বদলি জনিত কারণে শূন্য পদগুলোতে কর্মকর্তা পদায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই শুন্য পদগুলো পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

Bootstrap Image Preview