Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাক দিয়ে রক্তক্ষরণ হলে যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


শীতকালে আমাদের অনেকের নাক দিয়ে রক্তক্ষরণ হয়ে থাকে। তাই এ সমস্যাটি অনেকের কাছেই একটি আতঙ্কের নাম।চিকিৎসকরা বলেন, নিশ্বাস ফুসফুসে যাওয়ার আগে নাককে আর্দ্র করে দেয়। তাই আবহাওয়া খুব ঠাণ্ডা ও শুষ্ক হলে শ্বাসও শুষ্ক হয়ে যাওয়ায় নাকের ভিতরের আর্দ্রতা কমে যায়। তখন নাকের ভিতরের অংশ শুকিয়ে যায়। এর ফলে নাকের অস্বস্তি বাড়ে, হয় চুলকানি।

এই সময় নাকের ভিতর খোঁচা লাগলেই শুষ্ক ত্বক সহজেই ফেটে যায় এবং সেখানকার রক্ত পড়ে। এছাড়াও নাক দিয়ে রক্ত আরো বেশ কিছু কারণে পড়তে পারে।

ব্লাড প্রেশার বাড়লে

নাক দিয়ে রক্ত পড়ার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। তাই যখনই এমন হবে আগে প্রেশার মেপে নেবেন। উচ্চ রক্তচাপের রোগীদের নাক দিয়ে রক্ত পড়ার ঘটনা মাঝে মাঝে হতে পারে। তাতে প্রথমেই ভয় পাওয়ার কিছু নেই। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ব্লাড প্রেশার কমানোর ওষুধ খান। তবে কিছু হাই ডোজের অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণেও এমন হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। যে কোনো ওষুধের সাইড এফেক্ট জেনে খাওয়া উচিত।

সাথে সাথে যা করবেন?

যে কারণেই নাক দিয়ে রক্ত পড়ুক না কেন, প্রথমেই দুই আঙুল দিয়ে দুই নাক বন্ধ করে রাখুন। তারপর ওই অবস্থায় মাথা উঁচু করে বসে থাকুন। এতে রক্ত পড়া কমবে ও দ্রুত রক্ত জমাট বাঁধতে পারবে।

টিউমার থাকলে চিন্তা

নাকে কোনো খাবার আটকালে, ময়লা থাকলে, মরা পোকা জাতীয় কিছু থাকলে অনেক সময় তার উপরে টিস্যু তৈরি হয়ে যায় এবং পাতলা চামড়ার প্রলেপ পড়ে। এই টিস্যু যেহেতু স্বাভাবিক নয় তাই মাঝে মাঝে এগুলো থেকে রক্তক্ষরণ হয়। এতে ভয়ের কিছু নেই। কিন্তু নাকে কোনো টিউমার থাকলে সামান্য আঘাতেই রক্তক্ষরণ হতে পারে। টিউমারের মতো নাকে কোনো অস্বাভাবিক কিছু বৃদ্ধি হলে অবশ্যই তা থেকে বিপদ হতে পারে। এমন হলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে যান।

ভুল ধারণা

অনেকের ধারণা, শরীর ভিতরে গরম হয়ে গেলে তার লক্ষণ নাক দিয়ে রক্ত পড়া। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। নাক দিয়ে রক্তপাতের প্রবণতা থাকলে অনেকে ঠাণ্ডা পানিতে গোসল করেন। শীতেও গরম পানি ব্যবহার করেন না। এমন ধারণারও কোনো ভিত্তি নেই।

প্রতিরোধের উপায় স্প্রে ব্যবহার

নাক শুষ্ক হওয়ার কারণে রক্তপাতের প্রবণতা থাকলে বিশেষ ধরনের স্প্রে ব্যবহার করা যায়। এই স্প্রে নাকের ভিতরে করে দিলে নাক আর্দ্র হয়ে যায়। ডাক্তারের দেয়া পরামর্শ মত স্প্রে ব্যবহার করাই উচিত।

নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাওয়ার পর নাক চেপে ধরেও যদি না কমে তখন আর এক রকমের স্প্রে পাওয়া যায় যা ব্যবহার করলে সাথে সাথেই রক্তপাত বন্ধ হয়ে যায়। এটিও ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে কিনে রাখা উচিত।

Bootstrap Image Preview