Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিবান্ধায় চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতিবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধাভোগীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জেলার হাতিবান্ধা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সুবিধাভোগীরা।

তারা জানান, প্রথমত আমাদের সরকার দুই বছরের জন্য নিয়োগ দিয়ে বেকার জীবন থেকে মুক্তি দেয়। কিন্তু দুই বছর অতিবাহিত হওয়ার পর আমরা আবারও বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস সুবিধাভোগী কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মিরু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন জিন্নাহ, সদস্য আমির হোসেন, নাসরিন বেগম, আঞ্জুয়ারা বেগম ও শহিদুল ইসলাম।

 

Bootstrap Image Preview