Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে চাঁদপুর জেলা প্রশাসন ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান করেছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মতলব উত্তরের মোহনপুর ও চাঁদপুর সদর পর্যন্ত অভিযান চালানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামীউল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ-পুলিশের ওসি রেজাউল করিম ভুইয়া, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোরশেদুল আলম, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ইশান প্রমুখ।

এসময় এডিএম মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, হাইকোর্টের রিট পিটিশন নম্বর ১১৮২৩/২০১৮ এর প্রেক্ষিতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান করা হচ্ছে।

তিনি জানান, অভিযানে কোন ড্রেজিং মেশিন বা বলগেট অথবা বালু উত্তোলনের কোন সরঞ্জাম আমাদের চোখে পড়েনি। তবে হাইকোর্টের আদেশ অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview