Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগের সাবেক সভাপতির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিথী কিবরিয়া অপহরণ মামলার মূল আসামি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল ও অপর তিন সহযোগীর জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী লালমনিরহাটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

অপর আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ওমর ফারুক মানিক, মো. রানা ও মো. ফেরদৌস।

উল্লেখ্য, গত ২রা জানুয়ারি বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সিথী কিবরিয়াকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করা হয়।

এই ঘটনায় দায়েরকৃত মামলায় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিলফামারী খাদ্যগুদামের ওসি-এলএসডি তফিউজ্জামান জুয়েল এবং অপর আসামিরা দীর্ঘ এক মাস পলাতক থাকে। তারা হাইকোর্টে আগাম জামিন নেওয়ার চেষ্টা করে।

গত ৪ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত অ্যানেক্স ১৭ নম্বর দ্বৈত বেঞ্চ আবেদন নামঞ্জুর করেন এবং ৪৮ ঘন্টার মধ্যে  আদালতে আত্মসমর্পণ করার জন্য আসামিদের নির্দেশ দেন।

হাইকোটের ওই নির্দেশ অনুযায়ী আসামিরা বুধবার (৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ করেন।

Bootstrap Image Preview