Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মির্জাপুরে চেয়ারম্যান পদে মন্টুর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন টানা দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মীর এনায়েত হোসেন মন্টু।

বুধবার (০৬ ফেব্রয়ারি) দুপুরে উপজেলা আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হতে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলার ওয়ার্শী ইউনিয়ন পরিষদের (সাবেক) চেয়ারম্যান আবদুল্লাহ হেল শাফী।

দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মীর এনায়েত হোসেন মন্টু বলেন, অতীতের সকল দ্বিধা-দ্বন্দ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। একইসঙ্গে ভোটারদের দোয়া এবং সমর্থন্ও কামনা করেন তিনি।

এর আগে সোমবার (৪ ফেব্রয়ারি) বেলা ১১টা থেকে স্থানীয় আ’লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রয়ারি পর্যন্ত ফরম বিক্রি কার্যক্রম চলবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি স্থানীয় এমপি একাব্বর হোসেনের বাসভবনে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের সর্বমোট ৩৯৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে চেয়ারম্যান পদে মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস-চেয়ারম্যান পদে মো. আজহারুল ইসলাম দলীয় প্রার্থী নির্বাচিত হন।

তবে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একাধিক কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা।

Bootstrap Image Preview