Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশু সেবাধর্মী প্রতিষ্ঠান 'শিশুপল্লী প্লাস' এর ৩০ বছর পূর্তি

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৫ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৫ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে শিশু সেবাধর্মী প্রতিষ্ঠান 'শিশুপল্লী প্লাস' ৩০ বছর পূর্তি উদযাপন করেছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিশু পল্লী প্লাস ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ ভিন্ন ভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করা হয়। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর শিশু পল্লী প্লাসের শিশুদের সাথে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এর শুভ সূচনা করেন।

১৯৮৯ সনে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে শিশু পল্লী প্লাসের প্রতিষ্ঠা করেন প্যাট্রিসিয়া ভিবিয়ান কার। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের আগে এবং পরে তিনি বাংলাদেশে এসে এদেশের মা ও শিশুদের দুর্দশাগ্রস্ত জীবন-জীবিকা দেখতে পান। তখন থেকেই মা ও শিশুদের কল্যাণে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেন।

সেই থেকে ১৯৮৯ সনে তার সমমনা কয়েকজন বন্ধু এবং শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার শিশু এই প্রতিষ্ঠান থেকে পরিণত বয়েসে প্রশিক্ষিত হয়ে বেরিয়ে যায়।

প্যাট্রিসিয়া কার বলেন, তাদের এ বছরটি হবে মা ও শিশুর ক্ষমতায়ন, স্বাধীনতা এবং মর্যাদা প্রতিষ্ঠার। আগে থেকেই প্রতিষ্ঠানটিতে জীবন-জীবিকায় অক্ষম মা’দের শিশুসহ ভর্তি করে সেবা দেয়া হয়। জীবিকা অর্জন এবং জীবনমান উন্নয়নের জন্য কুটির শিল্প, কৃষি শিল্পসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয় এসব শিশুদের। দিবসটি উপলক্ষে শিশু পল্লী প্লাস ক্যাম্পাসে শিশুদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশটি স্টলে স্থান পায়। এ দিনে প্যাট্রেসিয়া কারের ১১ জন শুভানুধ্যায়ী বিশ্বের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, দি ডেইলী স্টার এর গাজীপুর প্রতিনিধি, প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

Bootstrap Image Preview