Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৃত ব্যক্তির চুল নখ কাটা যাবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রত্যেক মানুষই মৃত্যুর মিছিলের নীরব যাত্রী। ইচ্ছা-অনিচ্ছায় সবাইকে সেই শুভযাত্রায় অংশগ্রহণ করতে হচ্ছে। কেউ জানে না কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে। মানুষের মৃত্যুর স্থান ও সময় জানেন শুধু রাব্বুল আলামিন। মৃত্যুকে নিয়ে মানুষ অনেক ভেবেছে; কিন্তু কেউই এ থেকে রেহাই পায়নি। তেমনি মৃত্যুর আগে জেনে নেওয়া ভালো কিছু মাসালা।

প্রশ্ন: মৃত ব্যক্তির চুল, নখ ইত্যাদি যদি বড় থাকে তাহলে কি কেটে দেয়া যাবে?

উত্তর: মৃত ব্যক্তির চুল, নখ ইত্যাদি বড় থাকলেও তা কাটা মাকরুহ। মৃতের পরিবারবর্গের উচিত, মৃত্যুর আগেই মুমূর্ষ রুগীর ওইসব পরিষ্কার করে দেওয়া।

ইবনে সিরীন রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির চুল ও নখ কাটা যাবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৬২২৮)

মুহাম্মাদ রহ. বলেন, মৃত ব্যক্তির বগলের নিচের পশম ও নখ কাটাকে মাকরুহ মনে করা হত। তিনি বলতেন, অসুস্থ ব্যক্তির আত্মীয়স্বজনের উচিত, এই কাজটি তার অসুস্থাবস্থায় করে দেয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ ৭/১৩৯, হাদিস নং ১১০৫৩)

হানাফি মাজহাবের বিখ্যাত ফাতাওয়া গ্রন্থ আল ফাতাওয়া আল হিন্দিয়া ১/১৫৮ রয়েছে,

মৃতের চুল ও দাড়ি আঁচড়ে দেবে না, তার নখ ও চুল কাটবে না। হিদায়া কিতাবে মাসআলাটি এভাবেই রয়েছে। মৃতের গোঁফ কাটবে না, তার বগলের নিচে পশম উঠাবে না। তার নাভীর নিচের লোম কেটে দেবে না। বরং এসব জিনিসসহ তাকে দাফন করবে।

(আরও দেখুন: আদ্দুররুল মুখতার ২/১৯৮, শামী ২/১৯৮, ফাতহুল কাদির ২/৭৫, তাবয়ীনুল হাকায়েক ১/৫৬৭, শরহুল ‍মুনিয়্যাহ ৬৭৯, আল বাহরুর রায়েক ২/১৭৩)

লেখক: সহকারী মুফতি, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।

Bootstrap Image Preview