Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যতিক্রমী আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীণ বরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


দিনাজপুরের খানসামায় ব্যতিক্রমী আয়োজনে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রত্যন্ত গ্রামে ৯৭নং উত্তর ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠানে ৩৪ জন প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে তাদের বরণ করা হয়ে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু অনিল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক তরুণ কান্তি রায় সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দরা।

খানসামা উপজেলায় এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ করে নেয়ায় অভিভাবকরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এবং শেষে শিশুদের মিষ্টিমুখ করানো হয়।

পরে মা সমাবেশে প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সরকার সকল শিশুর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই আয়োজনের ফলে নতুনভাবে শিশুদেরকে বিদ্যালয়ে বরণ করা হল। তিনি সকলকে শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টি ভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান এবং নিয়মিত সন্তানদেরকে স্কুল পাঠানোর জন্য অভিভাবকদেরকে অনুরোধ জানান।

Bootstrap Image Preview