Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুলাউড়ায় নকল করার দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।   

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃসাদিউর রহিম জাদীদের উপস্থিতিতে নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ আমির হোসন তাকে বহিষ্কার করেন।

জানা যায়, ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী নকল করে পরীক্ষা দিচ্ছিলো। হাতেনাতে ধরে তাকে ক্লাস থেকে প্রধান শিক্ষকের রুমে রাখা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদীদ এবং হল পরিদর্শকদের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হল পরিদর্শনে গেলে নবীনচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নকলের বিষয়ে অবহিত করেন। পরে হল পরিদর্শক ও আমার উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়। ছাত্রীটির ভবিষ্যতের কথা চিন্তা করে তার অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে এনে বুঝানো হয়েছে যাতে করে ছাত্রীকে কোনভাবেই বকা-ঝকা না করেন।

Bootstrap Image Preview