Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী, মাদকাসক্ত ও প্রবীণ নারী ফোরাম গঠন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক প্রতিবন্ধী, মাদকাসক্ত ও প্রবীণ নারী ফোরাম গঠন করা হয়েছে।  

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গলের ইছবপুরে কারিতাসের কারিগরি বিদ্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনা বলেন, প্রতিবন্ধী,মাদকাসক্ত ও প্রবীণ নারীদের কর্মক্ষম করে তোলা এবং তাদের সক্ষমতা বাড়ানোই কারিতাস এসডিডিবি প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ সময় ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য মিনতী রাণী দে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৩০ জন প্রতিবন্ধী, মাদকাসক্ত এবং প্রবীণ নারীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী, মাদকাসক্ত ও প্রবীণ নারী ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

 

Bootstrap Image Preview