Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করতে এসে বর শ্রী’ঘরে, ইউপি সদস্যের অর্থ জরিমানা

মো. ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৩ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে বিয়ে করতে এসে বাসরঘরে না গিয়ে বরকে যেতে হলো শ্রী'ঘরে। বাল্যবিবাহের অপরাধে বরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে বিয়েতে সহযোগিতা করার দায়ে এক ইউপি সদস্যেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি)সন্ধ্যায় উপজেলার খাজুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোবারক হোসেন পারভেজ এ রায় প্রদান করেন। 

জানা যায়, সোমবার জেলার বদলগাছী উপজেলার কদমগাছি গ্রামের মো. বাচ্চু হোসেনের ছেলে মো. অন্তর হোসেনের সাথে মহদেবপুর উপজেলার খাজুর গ্রামের এনামুল হকের কন্যা ও খাজুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সীমা খাতুনের বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিকেলের পর থানা পুলিশ ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিবাহের ঘটনায় বর অন্তর হোসেন ও কনে সুমি খাতুন এবং বিয়েতে সহযোগিতাকারী হাতুড় ইউপি নারী সদস্য তাসলিমা খাতুনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক বর অন্তর হোসেনেকে ৬ মাসের কারদণ্ড প্রদান করে কারাগারে পাঠায় এবং সহযোগিতাকারী ইউপি সদস্য তাসলিমা খাতুনের কাছ থেকে ৫ হাজার টাকা অর্থ জরিমানা আদায় করেন। পরে বাল্যবিবাহের শিকার কনে সুমি খাতুনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

 

Bootstrap Image Preview