Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে, অতঃপর হানা দিল পুলিশ!

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৮ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


স্কুল-কলেজের পোশাক পড়ে ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে শিক্ষার্থীরা, এমন সংবাদের ভিত্তিতে সেই রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে বিভিন্ন স্কুল-কলেজের ২০ জন ছাত্র-ছাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জে ঘটনাটি ঘটে। উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের “ফুড ক্লাব ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট” থেকে শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে ভবিষ্যতে এ ধরণের কাজ না করার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ওই সকল শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়। তবে এ ঘটনায় রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে কালীগঞ্জ পৌর এলাকার দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় সাদেক মিয়া মালিকানাধীন ফুড ক্লাব ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টটি তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই রেস্টুরেন্টের মালিক সাদেক মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ঘন্টা প্রতি মূল্যে টাকা নিয়ে বিশেষ সুবিধা দিয়ে এখানে সময় কাটানোর সুযোগ দিতো।যার ফলে শিক্ষার্থীরা স্কুল-কলেজ না গিয়ে সারাদিন বসে সময় কাটানোর পর ছুটির সময় হলে বাসায় ফিরতো।

এর আগে একাধিকবার ওই রেস্টুরেন্টসহ উপজেলার বেশ কয়েকটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হলেও তারা এ ধরণের অনৈতিক কার্যকলাপের সুযোগ প্রদান করার ব্যবসা পরিহার করেনি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন, স্কুল কলেজের সময় ক্লাস ফেলে আড্ডা দেওয়ার ব্যাপারে ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। মালিককে রেস্টুরেন্টের যাবতীয় কাগজপত্র দেখানোর সময় দিয়েছেন বলেও জানান তিনি। কাগজপত্র দেখে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Bootstrap Image Preview