Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটার মহোৎসব

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইলে কৃষি জমি দখল করে মাটি কাটার মহোৎসব চলছে। এ ঘটনায় একাধিক মামলা দায়েরর পর পুলিশ সেখানে গিয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দিলেও প্রভাব খাটিয়ে ওই চক্রটি মাটি কাটা অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে আবাদি জমির মাটি কেটে পুকুর করা হচ্ছে। এতে করে পাশের কৃষি জমিগুলোও হুমকির মুখে পড়েছে। এছাড়াও দখলকৃত জমি থেকে মাটি কেটে নেয়ার ফলে জমির মালিক ডা. গোলাম মাওলার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ বা প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেন না বলে ভোক্তভোগীরা অভিযোগ করেন।

জমির মালিক ডা. গোলাম মাওলা জানান, মহিচাইল মৌজার তার ৮৯ শতক কৃষি জমি থেকে অবাধে মাটি কেটে পুকুরে রূপান্তর করেছে স্থানীয় মো: শহিদুল ইসলামের ছেলে জহির ইসলাম, গিয়াস উদ্দিন, রুবেল মিয়া, মৃত আলি মিয়ার পুত্র মফিজ ইসলাম, শাহীন ইসলাম, মোতালেব হোসেনের পুত্র সালাহ উদ্দিন, সুয়া মিয়ার পুত্র কামাল হোসেন, আক্তার হোসেন, ইব্রাহীম, সোনা মিয়ার পুত্র ফজলুল হক, আবুল বাশার, মৃত সোরত আলীর পুত্র শাহজালাল, মৃত আবিদ আলীর পুত্র আদম আলী, মফিজ ও শহিদ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে চান্দিনা থানায় মামলা করা হয়।   

মামলা দায়েরর পর অভিযুক্তরা আদালতে মুচলেকা দাখিল করলেও আইন অমান্য করে গোলাম মাওলার পরিবারের ওপর একের পর এক জুলুম নির্যাতন ও হামলা চালিয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ করে মাটি কাটা অব্যাহত রেখেছে।  

এ ব্যাপারে চান্দিনা থানার এএসআই ওয়াহিদুল আলম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মাটি কাটা বন্ধে তাদের নির্দেশ দেয়া হয়েছে। খুব শীঘ্রই আদালতে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করা হবে।

 

Bootstrap Image Preview