Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারিকরণ হল শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


সরকারীকরণ হল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাষ্টপ্রতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ অধিশাখার উপ-সচিব আবু কায়সার খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩টি কলেজ জাতীয়করণ করা হয়।

এদিকে বালিয়াডাঙ্গীতে এই প্রথম একটি কলেজ সরকারিকরণ হওয়ায় আনন্দে আত্মহারা ওই কলেজটির ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

আজ মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মিলনমেলা। ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন তারা। সকলকে মিষ্টি মুখ খাওয়াচ্ছেন কলেজটির অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন। সাথে রয়েছেন কলেজটির অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।

দীর্ঘদিনের এ প্রত্যাশা পূরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মুনি এবং স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামকে প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে কলেজটির ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।

কলেজটির প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তাঁর নামেই কলেজটি প্রতিষ্ঠিত করি আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পিতার নামে কলেজটিকে সরকারীকরণ করেছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং তাঁর দীর্ঘায়ু কামনা করছি। 

Bootstrap Image Preview