Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে বসতঘর পেল ৩৬৩ পরিবার

মতলব (চাদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview


মতলব উত্তরে ৩৬৩টি বাসস্থানহীন অসহায় পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বসতঘর পেয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৪৭১টি ঘর নির্মাণ করা হবে।

এর মধ্যে ৩৬৩টি ঘর নির্মাণ শেষে আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) পরিবারগুলোকে বুজিয়ে দেন প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

শারমিন আক্তার জানান, প্রধামন্ত্রীর বিশেষ প্রকল্প যাদের জমি আছে, ঘর নেই। তাদের জন্য এ উপজেলায় ৪৭১টি ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে ছেঙ্গারচর পৌরসভায় ৩৩০টি ও এখলাছপুর ইউনিয়নে ১৪১টি। বাকী ঘরগুলোর কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, যাদের ঘর ছিল না, মাথা গোজার ঠাঁই ছিল না, খুব কস্টে দিন কাটাত। এখন তারা আরামে বসবাস করতে পারবে। ঘর পেয়ে তারা এখন অনেক খুশি।

সুবিধাভোগীরা জানান, আমাদের থাকার ঘর ছিল না। এখন প্রধামন্ত্রী আমাদের ঘর দিছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।

Bootstrap Image Preview