Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে শ্বাসরোধ করে নারীকে হত্যা

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে আনোয়ারা (৫১) নামক পঞ্চাশোর্ধ এক নারীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে তাকে হত্যা করা হয় বলে জানা যায়। নিহত আনোয়ারা উপজেলার বাংগুরি গ্রামের মোঃ হোসেন আলীর স্ত্রী। দুপুরে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ হোসেন আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগম স্বপরিবারে দীর্ঘদিন ধরে বাংগুরি গ্রামে বসবাস করে আসছিলেন। নিহতের বড় ছেলে আবির হোসেন কাজ শেষে রাতে একই ঘরের কাঠ দিয়ে তৈরি দোতলায় ও বারান্দার রুমে ঘুমিয়ে ছিল ছোট ছেলে রোহান। স্বামী হোসেন আলী এলাকায় অনুষ্ঠিত মেলায় দোকানদারী করতে যান।

সকালে বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে আটকনো দেখে বাড়ির সবাইকে ডাকাডাকি করে হোসেন আলী। এসময় দুই ছেলে জেগে উঠলেও তার স্ত্রী আনোয়ারার কোন সারা শব্দ পাওয়া যায়নি। পরে বড় ছেলে আবির নীচে নেমে দরজা খুলে দেয়।

এ সময় তারা আনোয়ারার নিথর দেহ বিছানায় পরে থাকতে দেখেন এবং ঘরের মেঝের পাশে সিধ কাটা দেখতে পায়। কাছে গিয়ে নিহতের গলায় গামছা পেছানো দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে আশ পাশের লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন এবং আলামত হিসেবে একটি সিধকাটার বটি ও লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মজুমদার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পরে হত্যার রহস্য সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview