Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এখন বাংলাদেশে।

সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যেই তার এ সফর।

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং জাতিসংঘের ঢাকা অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়া আর কোনও কর্মসূচি নেই জোলির।

এর আগে ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে মিয়ানমার বাহিনীর জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার পর সংখ্যালঘু রোহিঙ্গারা দলে দলে প্রাণভয়ে কক্সবাজারে পালিয়ে আসতে থাকলে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ঘোষণা দেন। কিন্ত নিরাপত্তাজনিত সমস্যার কারনে সফরটি পিছিয়ে যায়।

প্রসঙ্গত,অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। এর পর থেকে তিনি মানবাধিকার লংঘনের শিকার মানুষ বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিরোধে সোচ্চার ভূমিকা রাখছেন।

Bootstrap Image Preview