Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ইয়াবাসহ নর্থ ইষ্ট কলেজের দুই শিক্ষার্থী আটক 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জে ইয়াবার চালান জেলা শহরের মল্লিকপূরস্থ নর্থ ইষ্ট আইডিয়াল কলেজের  দুই শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ। এ ইয়াবা ব্যবসার সাথে অপর এক কলেজ শিক্ষার্থী ও এক তরুণীর সম্পৃক্ততার খোঁজও পেয়েছে পুলিশ।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌণে ১টার দিকে আটক দুজন ও পলাতক কলেজ শিক্ষার্থী সহ চার জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হল- জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী ছড়ারপার গ্রামের আবদুল মোতালেবের ছেলে সাখাওয়াত হোসেন ও পার্শ্ববর্তী পুরান লাউড় পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে শাহজাহান মিয়া।

আটকৃতদের মধ্যে সাখাওয়াত জেলা শহরের নর্থ ইষ্ট আইডিয়াল কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী ও শাহজাহান একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ যুগান্তরকে জানান, সদর উপজেলার ধোপাখালী থেকে এসআই আবদুল হান্নানের নেতৃত্বে রবিবার সন্ধায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাখাওয়াত ও শাহজাহান মিয়াকে আটক করা হয়।

আটকের পর সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কানুন কুমার দেবনাথ সহ পুলিশের সিনিয়র অফিসারগণের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ইয়াবার ব্যবসার সাথে সদর উপজেলার সীমান্তবর্তী ডলুরা গ্রামের জহুর আলম জাকুর তরুণী কন্যা সুমা আক্তার সুমী ও তাহিরপুর উপজেলার বিন্নাকুলী গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আলম সাব্বির ওরফে ছাব্বির সম্পৃক্ত ছিল।

তারা আরো জানায়, মূলত তরুণী সুমী ইয়াবার চালানটি তাদের নিকট দিয়েছিলো কলেজ শিক্ষার্থী আলম সাব্বির ওরফে ছাব্বিরকে বিন্নাকুলী পৌছে দেয়ার জন্য। সুমী সীমান্তবর্তী ডলুরার মাদক সম্রাজ্ঞী জোসনার মেয়ে। 

এদিকে পুলিশী জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত সাখাওয়াত, শাহজাহান ও কলেজ শিক্ষার্থী আলম সাব্বির ওরফে ছাব্বির এবং তরুণী সুমীকে পলাতক আসামি দেখিয়ে চারজনের বিরুদ্ধে রাতেই সদর মডেল থানায় একটি মামরা দায়ের করা হয়েছে।
 

Bootstrap Image Preview