Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দোহারে মাহেন্দ্রার ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নাজমুল হোসেন, দোহার (ঢাকা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


ঢাকার দোহার উপজেলায় অবৈধ মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় শাওন হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ফুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শাওন  ফুলতলা ঢালারপাড় এলাকার মাঈন উদ্দিনের ছেলে এবং পদ্মা কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের  ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১১টার দিকে শাওন মোটরসাইকেল নিয়ে কলেজ থেকে বাসায় ফেরার সময় কলেজের পার্শ্ববর্তী ফুলতলা তানশীর মার্কেটের সামনে মাটিবাহী একটি মাহেন্দ্রা গাড়ি শাওনের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে শাওনের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক গাড়িটিও জব্দ করা হয়।

এদিকে শাওনের মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে হত্যাকারীর বিচারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-দোহার সড়ক অবরোধ করেন। তাঁরা সড়কে বসে বিক্ষোভ করেন এবং ঘাতক চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।

এ সময় আশেপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে বেলা একটার দিকে তাঁরা মিছিল করে কলেজে ফেরত যান।  তবে তাঁরা হত্যাকারী গ্রেফতারের ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় শিক্ষার্থীরা।

এব্যাপারে দোহার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় মামলা  প্রক্রিয়াধীন রয়েছে।

 

Bootstrap Image Preview