Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরের রাজেন্দ্র কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদ (রুকসুর) আয়োজনে কলেজটির শহর ক্যাম্পাসে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদ (রুকসুর) সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক রিজভী জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজটির অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।

এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার কুন্ডু, রুকসুর ভিপি মিথুন কর্মকার, জিএস মোঃ মাসুম মিয়া প্রমুখ।

কলেজটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত বিভাগে বিজয়ী হয় কলেজটির গণিত বিভাগ। এদিকে এ প্রতিযোগিতায় রানার্স আপ হয় একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রীরা।

এতে শ্রেষ্ঠ বক্তা হয়, গণিত বিভাগের সানজিদা খাঁন ঊষা।

Bootstrap Image Preview