Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর কলাপাড়ায় পিংকি আক্তার মীম (১৩) নামে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ইসলামপুর এলাকায় বিয়ের আয়োজন চলছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়।

জানা যায়, পিংকি আক্তার মীম খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরিবার উপজেলার তেগাছিয়া এলাকার মো. ইমরান (২২) নামে এক যুবকের সাথে বিয়ে দিচ্ছিল।

পরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ’র হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ করে দেয় হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা বেগম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি খাওয়ার আয়োজন চলছে। তবে মেয়ের বাড়িতে বসে স্ট্যাম্পে দু’পক্ষের লিখিত রেখে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview