Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তিতাসে প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ১৭ জন পরীক্ষার্থী

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় কুমিল্লা তিতাস উপজেলায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ২০১৯ সালের এসএসসি বা সমমানের পরীক্ষা।  

শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত ৩ ঘন্টাব্যাপী এই সমমানের পরীক্ষার প্রথমদিনটি অনুষ্ঠিত হয়।

এদিকে এসএসসি বা সমমানের পরীক্ষার প্রথমদিনে উপজেলার মোট ৩টি কেন্দ্রে ১৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭ জন পরীক্ষার্থী। তবে পরীক্ষা থেকে বহিস্কার হওয়ার মত কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী জানান, তিতাস উপজেলায় অংশগ্রহণ করা এসএসসি বা সমমানের পরীক্ষার প্রথমদিনে ১৭০২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭ জন। এর মধ্যে এসএসসিতে (বাংলা ১ম পত্র পরীক্ষা) অংশ নেয়া ১৩০৫ জন পরীক্ষার্থীর মাঝে অনুপস্থিত ৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ২, ছাত্রী ৩ জন।

মাদ্রাসা থেকে অংশ নেয়া (কুরআন মাজিদ পরীক্ষা) দাখিল ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১২জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৪, ছাত্রী ৮ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার জানান, খুব শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাকী দিনগুলোতেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশাকরি এবং সকলের সহযোগী কামনা করি।

উল্লেখ্য, পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ পর্যন্ত চলবে।  
 

Bootstrap Image Preview