Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবার সীমান্তে গুলি, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৮ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একের পর এক বিএসএফ’র গুলিতে নিহত হচ্ছে বাংলাদেশি নাগরিক। নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু উত্তরবঙ্গের সিমান্ত জেলাগুলোতে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। আজ শনিবার(২ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (২৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে সীমান্তের ৮০২নং মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের ডাঙ্গাটারী সীমান্তে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি ১০/১৫ যুবক গরু পারাপার করছিল। এ সময় ভারতীয় ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ নিহতের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বাউরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোজাম্মেল হক জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া এবং পাটগ্রাম থানার ওসি সাজ্জাত হোসেন বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ভারতে রয়েছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশি যুবক নিহতের কোন খবর আমাদের জানা নেই। বিষয়টি জানার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview