Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসির সিদ্ধান্ত অযৌক্তিক: শাফিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


ঋণখেলাপির দায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় নির্বাচন কমিশন।

শনিবার (২ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম।

প্রার্থিতা বাতিলের পর এক প্রতিক্রিয়ায় শাফিন আহমেদ বলেন, এটা ইসির অযৌক্তিক সিদ্ধান্ত। আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার।

তিনি বলেন, আমি কোথাও খেলাপি নই। তারপরও কীভাবে আমাকে বাদ দেওয়া হল? আমি অবশ্যই এর বিরুদ্ধে আপিল করব।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ রয়েছে।

এদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।

বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএমের ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

জাতীয় পার্টির প্রার্থী ছিলেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। তিনি গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, দেশীয় ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মাইলসের ভোকাল শাফিন আহমেদ। দেশের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় তিনি। গান গেয়ে তিন দর্শকেরও বেশি সময় শ্রোতাদের মন জয় করে চলেছেন এ সঙ্গীতশিল্পী। এবার সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও নেমেছেন।

এর আগে তিনি ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন।

সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ।

Bootstrap Image Preview