Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টারে উড়ে এলেন ইমাম, জুমা পড়লেন লাখ লাখ মুসল্লি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর দাগনভূঞায় জুমার নামাজে খুতবা পাঠ ও ইমামতি করেছেন পবিত্র মক্কা শরীফের মসজিদ জামেআশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশ্শারআবি। এসময় নামাজে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় দিনব্যাপী বার্ষিক আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে আসেন মসজিদ জামেআশ শোহাদার ইমাম।

স্থানীয়রা জানান, জুমার নামাজে খুতবায় পবিত্র মক্কা শরীফের মসজিদ জামেআশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশ্শারআবি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন।

এছাড়াও অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের সুললিত কণ্ঠের ক্বেরাত তেলাওয়াত। এ ছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে ফেনী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্তজার্তিক আহনাফ সেন্টার সৌদি আরবের চেয়ারম্যান শায়েখ মিযানুর রহমান হানাফী, দারুল উলুম ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ ক্বারী নেছার আহমাদ নেছারী, দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী।

এনটিভি লন্ডনের উপস্থাপক ও রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় মহাসম্মেলনে আলোচক ছিলেন হাফেজ মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview