Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোচিং পরিচালনার দায়ে অধ্যক্ষসহ তিন জনের কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় ফরিদপুরে সানরাইজ প্রি-ক্যাডেট নামক একটি স্কুলের অধ্যক্ষসহ তিন জনকে কারাদণ্ড প্রদান করে জেলে পাঠানো হয়েছে।

বহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করে আনসার ও ভিডিপির চৌকস একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খাঁন ও ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে শহরের ঝিলটুলীতে অবস্থিত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে অভিযান পরিচালনা করেন।

আদালত পরিচালনার সময় সানরাইজ স্কুলের পৌর ভুমি অফিস সংলগ্ন শাখায় কোচিং চলছিল। এ সময় স্কুলের পরিচালক ও অধ্যক্ষ অপরেশ রায় অপুকে আটক করা হয়। একই অপরাধে স্কুলের দুই শিক্ষক প্রদীপ ঘোষ ও জয়ন্ত ঘোষকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় আটককৃত তিন জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে। কোচিং সেন্টারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটগণ।

Bootstrap Image Preview