Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ড. শিরীন শারমিন

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


টানা তিনবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহর মাগফিরাত কামনায় দোয়া মোনজাত করেন। 

এরপর ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ নূর-ই আলম চৌধূরী লিটন, হুইপ আতিকুর রহমান, ইকবালুর রহীম, পঞ্চানন বিশ্বাস, মাহাবুব আরা গিনি, শামসুল হক চৌধূরী, আবু সাঈদ আল-মাহমুদ স্বপন ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর- ৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। 

এ সময় গোপালগঞ্জের  জেলা প্রশাসক মোহাম্মদ  মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস  হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, উপজেলা  চেয়ারম্যান গাজী গোপালম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যা সোলায়মান বিশ্বাসসহ বাংলাদেশ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।  

Bootstrap Image Preview