Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনে মীরসরাইয়ে আ.লীগের প্রার্থী ঘোষণা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মীরসরাই উপজেলা থেকে ডজন খানেকেরও অধিক প্রার্থী সরব ছিল মাঠে। আলোচিত সকল প্রার্থী আওয়ামী লীগেরই। অবশেষে সকল জল্পনা কল্পতার অবসান ঘটিয়ে মীরসরাই উপজেলা আওয়ামী লীগ ঘোষণা দিল দলের তৃণমূলের প্রার্থীদের নাম।

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী স্বাক্ষরিত তৃণমূলের একক প্রার্থীতার প্রস্তাবপত্র গত মঙ্গলবার দলের কেন্দ্রীয় পর্যায়ের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে প্রেরণ করা হয়।

উক্ত তালিকায় উল্লেখিত চূড়ান্ত প্রার্থীগণ যথাক্রমে- উপজেলা চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ইসমত আরা ফেন্সি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন, গত সোমবার মীরসরাই উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় মিঠাছরাস্থ কমিউনিটি সেন্টারে। সেখানে সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী এবং বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এ ছাড়া উত্তর জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলার সকল ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার সকল নেতাকর্মীগণের সমর্থিত ও প্রস্তাবিত প্রার্থি হিসেবে চূড়ান্ত করা হয় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের উক্ত প্রার্থীতা। এর মধ্য দিয়ে  ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অন্তত দেড় ডজন প্রার্থীর দৌড়-ঝাপ এর অবসান হয়।

Bootstrap Image Preview