Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাণিজ্যমেলায় ছাড়ের হিড়িক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


বাণিজ্যমেলা মানেই হচ্ছে ক্রেতা-দর্শণার্থীদের বিশাল মিলনমেলা।বিক্রেতারা এই মেলায় বেশি বিক্রির আশায় ক্রেতাদের আকৃষ্ট করতে নানা পন্থা অবলম্বন করে থাকে। এবারো নানা রকমের অফারে আকৃষ্ট হয়ে ক্রেতারা মেতে উঠেছেন কেনাকাটায়।

সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার শেষ পর্যায়ে ঘোরাঘুরির চেয়ে কেনাকাটা করতেই বেশি দেখা যাচ্ছে আগতদের।

অনেকেই পরিবারের সদস্য, বন্ধুবান্ধব নিয়ে মেলায় ঢু মারছেন। ছুটির দিন হওয়ায় প্রায় সব ধরনের স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন।

বরাবরের মতো গৃহস্থালি পণ্যের স্টল, প্যাভিলিয়নেই ক্রেতা দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি। অধিকাংশ প্রতিষ্ঠানেই চলছে মূল্যছাড় ও নানাধারনের আকর্ষণীয় অফার।

মেলার এ পর্যায়ে প্রথম সপ্তাহের তুলনায় ২ থেকে ৩ গুণ বেচাবিক্রি বেড়েছে বলে জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা।

Bootstrap Image Preview