Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে পুলিশ সপ্তাহ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

মো. রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় ময়মনসিংহে নান্দাইল মডেল থানা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শুক্রবার (১লা ফেরুয়ারি) বেলুন উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। 

পরে নান্দাইল মডেল থানা কম্পাউন্ড হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার হাইওয়ে সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে র‌্যালিটি শেষ হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মো. কামরুল ইসলাম মিঞা’র সঞ্চালনায় প্রধান অতিথি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, এডভোকেট সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান ফকির, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিন বাহার, সাবেক কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইঁয়া বীর প্রতীক, নান্দাইল হাইওয়ে খানার অফিসার ইনর্চাজ মো. মামুন রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু, নান্দাইলের কর্মরত সকল সাংবদিকবৃন্দ, নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যগণ, গ্রাম পুলিশ, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র/ছাত্রী সহ আওয়ামী লীগ নেৃতৃবৃন্দ।

ওপেন হাউজে ডে অনুষ্ঠানে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদক নির্মূলের লক্ষ্যে সচেতনসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান। এছাড়া এ সমস্ত সামাজিক অপরাধ নির্মূলে দ্রুত সহযোগীতা প্রদানে গ্রাম পুলিশের জন্য একটি করে বাইসাইকেল দেওয়ার দাবি উত্থাপান করেন গ্রাম পুলিশগণ।   

Bootstrap Image Preview