Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় প্রাণ গেল আ.লীগ নেতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


১৫ দিন আগের একটি ক্রিকেট খেলা নিয়ে বিবাদমান দুই গ্রুপের দ্বন্দের জের ধরে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে ঘটে এমন ঘটনা।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এ মারামারি হয়। নিহত ব্যক্তি হচ্ছেন, টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুল ইসলাম।

এলাকাবাসী জানায়, টেপ্রীগঞ্জ বঙ্গমাতা স্কুলে গত ১৫ দিন আগে ক্রিকেট খেলা নিয়ে গোলাম রব্বানীর সাথে কামালের কথা কাটাকাটি হয়েছিল। স্থানীভাবে এর মীমাংসাও হয়েছে।

বৃহস্পতিবার সকালে কামাল স্থানীয় শিক্ষক স্বত্ববানের নিকট প্রাইভেট পড়ছিল। জানতে পেরে গোলাম রব্বানী শিক্ষকের বাসায় গিয়ে কামালকে মারতে চেষ্টা করলে শিক্ষক তাদের মারামারি থামিয়ে দেয়।

এ ঘটনার জের ধরে দুপুর প্রায় ১২টার দিকে গোলাম রব্বানী ও তার পিতা ফরিদুল ইসলাম টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত ভূমি অফিসে খাজনা দিতে আসে। এদের আসার খবর শুনে কামালের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ ভূমি অফিসে গোলাম রব্বানীকে মারপিট করে।

ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসায় গোলাম রব্বানীর পিতা ফরিদুল ইসলামকে এলাপাথারীভাবে আঘাত করা হয়। এতে ফরিদুল জ্ঞানহীন হয়ে পড়ে। তাকে দ্রুত দেবীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, পুলিশ দেবীগঞ্জ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Bootstrap Image Preview